বাংলাদেশের জয় অঘটন নয়: তামিম ইকবাল

মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এখন ক্রিকেট বিশ্বের আলোচনায় বাংলাদেশ। টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ সবাই। তবে এই জয়কে বিশ্বগণমাধ্যমগুলো ‘অঘটন’ হিসেবেই আখ্যা দিচ্ছে।

এদিকে, বাংলাদেশের এই জয়কে কোনোভাবে অঘটন মানতে নারাজ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার (৫ জানুয়ারি) রাতে এক ফেসবুক লাইভে তিনি বলেন, ‘এক দিন, ২০ ওভার বা ৫০ ওভার, উইকেট খারাপ থাকায় ম্যাচ যদি ২-৩ দিনে শেষ হয়ে যায়, তখন আপনি এটিকে অঘটন বলতে পারেন। কিন্তু পুরো পাঁচ দিন, প্রায় প্রতিটা সেশনে এগিয়ে থেকে শেষ করলে, তখন এটাকে অঘটন বলতে পারবেন না।’

এ সময় নিউজিল্যান্ডকেও প্রাপ্য সম্মান দিয়েছেন দেশসেরা এই ওপেনার। তামিম ইকবাল বলেন, ‘অবশ্যই নিউজিল্যান্ড আমাদের থেকেও অনেক ভালো দল, টেস্টে। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে এই টেস্টে আমরা ভালো খেলেছি এবং জিতেছি।’ সূত্রঃ ইত্তেফাক। সম্পাদনা ম\হ। না ০১০৬\১৫

Related Articles