শুরু হলো বাংলা ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ‘বর্ণশিল্পী’

ভাষার মাসে আবারও শুরু করেছে আইপিডিসি ফাইন্যান্স বাংলা ক্যালিগ্রাফি নিয়ে প্রতিযোগিতা ‘বর্ণশিল্পী’ । 

গতবারের আয়োজন থেকে মূল ভাবনায় কিছু নতুনত্ব এনে সম্প্রতি এ বছরের ‘বর্ণশিল্পী’ শুরু করা হয়। 

এবার এই প্রতিযোগিতায় বাংলার রূপ-সৌন্দর্যকে ধারণ করে রচিত জনপ্রিয় গান ও কবিতার শব্দমালাকে দৃষ্টিনন্দন অক্ষরে ফুটিয়ে তুলবেন প্রতিযোগীরা। তাই বর্ণশিল্পী ২০২২-এর মূল প্রতিপাদ্য ‘দেশের মতো লেখাও হোক সুন্দর’।

এই বছর কাগজের ক্যালিগ্রাফির সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল ডিভাইসে ক্যালিগ্রাফি করে পাঠানোর সুযোগ। তাই প্রতিযোগিতাটিকে মাধ্যমভেদে দুইটি শ্রেণিতে ভাগ করা হয়েছে— কাগজ ক্যালিগ্রাফি এবং ডিজিটাল ক্যালিগ্রাফি। এ ছাড়া প্রতিযোগীদের দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে— দশম শ্রেণি পর্যন্ত অংশগ্রহণকারীদের জন্য একটি ক্যাটাগরি এবং এর উপরে বাকি সবার জন্য উন্মুক্ত ক্যাটাগরি।

২০২১ সালের ‘বর্ণশিল্পী’ আয়োজনে বায়ান্ন থেকে একাত্তর পর্যন্ত বাংলাদেশের ঘটনাবহুল সময়কে ধারণ করে রচিত ঐতিহাসিক শব্দমালাকে ভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তোলা হয় ক্যালিগ্রাফির সৌন্দর্যে। 

বিগত আয়োজনে সারা দেশ থেকে প্রায় এক হাজার ক্যালিগ্রাফি কর্ম জমা পড়েছিল এবং সেখান থেকে সেরা ৫০টি শিল্পকর্ম নিয়ে আইপিডিসির প্রধান কার্যালয়ের সামনে দর্শনীয় প্রদর্শনী আয়োজিত হয়েছিলো। সেরা বর্ণশিল্পীদের কাছে বিশেষ পুরস্কারও প্রেরণ করা হয়েছিলো। 

বহুল আলোচিত ও প্রশংসিত সেই ব্যতিক্রমী উদ্যোগ ‘বর্ণশিল্পী’ এবার ফিরে এসেছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনায় রচিত গান ও কবিতার শব্দমালাকে ক্যালিগ্রাফির মাধ্যমে প্রতিফলিত করার আহ্বান জানিয়ে।

আইপিডিসি ফাইন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম বলেন, আইপিডিসি সবসময়ই দেশীয় ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করতে বিশেষভাবে অনুরাগী। ‘বর্ণশিল্পী’ তারই একটি উজ্জ্বল উদাহরণ। এ বছর আমরা ‘বর্ণশিল্পী’-এর আয়োজন নিয়ে ফিরে এসেছি এবং এবার এই আয়োজনে বাংলাদেশের নয়নাভিরাম সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হবে ক্যালিগ্রাফির নান্দনিকতায়। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে রচিত শ্রুতিমধুর গান ও কবিতা থেকে নেওয়া শব্দমালাকে ক্যালিগ্রাফির জাদুকরী ছোঁয়ায় মেলে ধরবেন তরুণ শিল্পীরা। আমাদের বিশ্বাস, আমাদের দেশের তরুণ শিল্পীদের প্রতিভা ও দক্ষতার প্রদর্শনীর জন্য ‘বর্ণশিল্পী’ হবে একটি দারুণ প্ল্যাটফর্ম।

বাংলার অনুপম প্রাকৃতিক সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে সৃষ্ট অসংখ্য শ্রুতিমধুর গান ও কবিতার লাইনকে শৈল্পিক ফন্টে প্রতিফলিত করতে প্রতিযোগীদের ভিজিট করতে হবে ‘বর্ণশিল্পী’-র ওয়েবসাইট: https://bornoshilpi.ipdcbd.com/। 

নাম ও মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধনের পর প্রত্যেক প্রতিযোগী ক্যালিগ্রাফি করার জন্য নির্দিষ্ট শব্দগুচ্ছ পাবেন যা ক্যালিগ্রাফিতে সাজিয়ে ওয়েবসাইটেই জমা দিতে হবে। ক্যালিগ্রাফি পাঠানো যাবে ১০ মার্চ পর্যন্ত। সেরা বর্ণশিল্পীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।সূত্রঃ সমকাল।সম্পাদনা ম\হ না ০২২৩\১৬ 

Related Articles