সাবেক সেনা সদস্যের সম্পত্তি দখল করে ভবন নির্মাণ

ভোলার আলীনগর ইউনিয়নে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনছার আলীকে পিটিয়ে পা ভেঙে দিয়ে বাড়ি ছাড়া করে তার সম্পত্তি দখল করে ভবন নির্মাণের কাজ শুরু করেছেন ভূমি দস্যু ও মাদক ব্যবসায়ী হুমায়ুন কবির গাজী এবং মাসুদ গাজী বাহিনী।

শনিবার (২৫ মার্চ) ভোলা প্রেসক্লাবে এমন অভিযোগ তুলে নিরাপত্তার চাওয়ার পাশাপাশি বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেন সাবেক সেনা সদস্য আনছার আলী।

সংবাদ সম্মেলন ভুক্তভোগী জানান, জেলা সদরের আলী নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আমার পৈত্তিক বাড়ি। বাবার দেওয়া সম্পত্তি ও নিজের ক্রয়কৃত ছয়টি দলিলে, আমি দুই একর ৯৬ শতাংশ জমির মালিক। এই জমিতে বাগান, পুকুর ও নিজের ঘর রয়েছে। খালেক গাজীর ছেলে সম্রাট হুমায়ুন গাজী ও মাসুদ গাজী এক সময় এলাকায় ছিনতাই কাজে জড়িত ছিল। বর্তমানে ঢাকায় মাদকের ব্যবসা করে রাতারাতি শত কোটি টাকার মালিক বনে যান। তাদের দৃষ্টি পড়ে আমার সম্পত্তির ওপর। কয়েক দফায় আমাকে পিটিয়ে পা ভেঙে দেয়।

তিনি আরও জানান, তাদের ভয়ে গত এক মাস ধরে বাড়ি যেতে পারছি না। গত বছর জমি দখলের পায়তারা করায় আমি হাইকোর্টে আবেদন করলে, আদালত নিষেধাজ্ঞার আদেশ দেন। একই সঙ্গে ছয় মাসের মধ্যে এই বিষয়ে নিষ্পত্তির নির্দেশ দেন। ওই আদেশ চলমান থাকা অবস্থায় গত চার থেকে পাঁচ দিন ধরে আমার জমির গাছ কেটে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করে গাজী বাহিনী।

অভিযুক্ত হুমায়ুন গাজী ও মাসুদ গাজী জানান, আনছার আলীকে কেউ মারধর বা ভয় দেখাচ্ছে না। আমরা ক্রয়-কৃত জমিতে ভবন নির্মাণ করছি। ওই জমি আনছার আলীর বোনের কাছ থেকে ২০১৮ সালে ক্রয় করেছি। ফলে ওই জমিতে আনছার আলীর কোনো স্বত্ব নেই। সূএঃ আরটিভি। সম্পাদনা না/রি। স ০৩২৭/০৩

Related Articles