ঢাবির আরবি বিভাগের পুনর্মিলনী ১৪ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী ও সাধারণ সভা আগামী বছরের ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হবে এ মিলনমেলা।
অনুষ্ঠানটি স্মৃতিমুখর ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনে বিভাগটির সাবেক শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন পুনর্মিলনী ও এজিএম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল কাদির ও সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম।

আরবি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা এখন পর্যন্ত সদস্য হতে পারেননি, ১ হাজার ১০০ টাকা চাঁদা দিয়ে তাদের সদস্যপদ গ্রহণ করতে হবে। আর যারা এরই মধ্যে সদস্য হয়েছেন, তাদের কেবল নিবন্ধন ফি জমা দিলেই পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে যোগ দিতে নিবন্ধন ফি বাবদ ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর স্বামী/স্ত্রী কিংবা সন্তানের ক্ষেত্রে জনপ্রতি ৭০০ টাকা দিতে হবে।

আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরবি বিভাগের অফিসে গিয়ে নিবন্ধন করা যাবে। 

যাদের পক্ষে সরাসরি বিভাগীয় অফিসে এসে নিবন্ধন করা সম্ভব নয়, তাদের আরবি বিভাগের ওয়েবসাইট (www.arabic.du.ac.bd) থেকে নিবন্ধন ফরম নিয়ে তা পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে চেয়ারম্যান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে হবে। সঙ্গে নির্ধারিত ফি-ও জমা দিতে হবে।

আর যারা এখনও সদস্য হতে পারেননি, তাদের অবশ্যই নির্দিষ্ট সময়ে বিভাগীয় অফিসে এসে পুনর্মিলনীতে অংশ নিতে নতুন ফরম পূরণ করতে হবে। এ জন্য সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি আনতে হবে। আর আজীবন সদস্য ফি ১ হাজার ১০০ টাকা ও জনপ্রতি নিবন্ধন ফি ১ হাজার ৫০০ টাকা জমা দিতে হবে।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিবন্ধন করা যাবে।

বিকাশের মাধ্যমেও ফি জমা দেয়া যাবে। সে ক্ষেত্রে খরচসহ টাকা পাঠিয়ে অ্যালামনাইয়ের নাম, এমএ ব্যাচ, টাকার পরিমাণ ও রেফারেন্স এসএমএস বিকাশ নম্বরে পাঠাতে হবে এবং ফিরতি এসএমএসে প্রাপ্তি স্বীকার করা হবে। 

যেসব বিকাশ নম্বরে টাকা জমা দেয়া যাবে, সেগুলো হলো: ০১৯৭১০৪৩০৬৫ (ড. আবদুল কাদির), ০১৭১২১৫০০৪৮ (ড. মোহাম্মদ শহীদুল ইসলাম), ০১৭১১৩০৫৮৪৬ (ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক), ০১৬৭০৫৫৭৩৮৩ (হুমায়ুন), ০১৯১১৬৭০৯৯০ (জাহিদ)।সূত্রঃ যূগান্তর। সম্পাদনা ম\হ। বৈ ১২০১\১২ 

Related Articles