কূটনৈতিকভাবে বেইজিং অলিম্পিক বয়কটের চিন্তায় বাইডেন

আসন্ন শীতকালীন অলিম্পিকে মার্কিন কর্মকর্তাদের চীনে না পাঠানোর ব্যাপারে শীঘ্রই একটি সুপারিশে অনুমোদন দিতে চলেছেন প্রেসিডেন্ট বাইডেন। সাধারণত অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে হোয়াইট হাউস একটি প্রতিনিধি দল পাঠিয়ে থাকে।

বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক বয়কটের কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র; সেইসঙ্গে  রয়েছে কূটনৈতিক বয়কটেরও সম্ভাবনা। মঙ্গলবার সংশ্লষ্ট কর্মকর্তারা সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার চীনা প্রতিপক্ষ শি জিনপিংয়ের মধ্যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, আসন্ন শীতকালীন অলিম্পিকে মার্কিন কর্মকর্তাদের চীনে না পাঠানোর ব্যাপারে শীঘ্রই একটি সুপারিশে অনুমোদন দিতে চলেছেন প্রেসিডেন্ট বাইডেন। সাধারণত অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে হোয়াইট হাউস একটি প্রতিনিধি দল পাঠিয়ে থাকে।

হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সহ ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান আইন প্রণেতারা চীনের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এই ধরনের কূটনৈতিক বয়কটের পক্ষে সমর্থন দিয়েছেন।

কয়েকজন রিপাবলিকান সদস্য আবার জোর দাবি জানিয়েছেন, কোনো মার্কিন ক্রীড়াবিদও যেন এবারের খেলায় অংশগ্রহণ না করেন।

আসন্ন অলিম্পিক বয়কটের কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে মঙ্গলবার হোয়াইট হাউস বিষয়টি এড়িয়ে যায়।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের বলেন, "এই বিষয়ে আমার বলার কিছু নেই। তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি, এটি (বাইডেন ও শির) আলোচনার অংশ ছিল না।"

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন, চীনে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা 'কার্যকর আলোচনা' চালিয়ে যাচ্ছে।

এর আগে ব্লিনকেন বলেছিলেন, চীন জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের প্রতি অন্যায় করছে। তিনি চীনের এই অন্যায়কে গণহত্যা বলেও আখ্যা দেন। 

এবারের অলিম্পিকে মার্কিন ক্রীড়াবিদদের অংশগ্রহণ করা উচিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে ব্লিনকেন বলেন, "আমরা মিত্রদের সঙ্গে, অংশীদারদের সঙ্গে ও অন্যান্য দেশগুলোর সঙ্গেও আলোচনা করছি; তারা এবারের অলিম্পিল নিয়ে কী ভাবছে বা কীভাবে অংশগ্রহণের কথা ভাবছে তা জানার চেষ্টা করছি। এটি একটি চলমান আলোচনা। দ্রুতই বিস্তারিত জানা যাবে; তবে আমাকে আজকের মতো ছেড়ে দিন।"

২০২২ সালের ৪ ফেব্রুয়ারি থেকে টানা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ২৪ তম শীতকালীন অলিম্পিক গেমস। এবারের গেমসের আয়োজক চীন; খেলা অনুষ্ঠিত হবে চীনের রাজধানী বেইজিংয়ে।

যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশগুলো ২০২২ সালের শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করবে কিনা, সেই সিদ্ধান্ত কবে নাগাদ জানা যেতে পারে এমন প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন তা এড়িয়ে যান। 

তিনি বলেন, "আচ্ছা, দেখা যাক; খেলা শুরু হবে সামনের বছর, ফ্রেব্রুয়ারিতে, তার আগেই জানা যাবে।" সূত্র: সিএনএন। সম্পাদনা ম\হ। না ১১১৯\০৮

Related Articles