চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ৩০ ডিসেম্বর

চলচ্চিত্র পরিচালকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সমিতির বর্তমান কমিটির সভাপতি সোহানুর রহমান সোহান। মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন শাহীন সুমন।

নতুন খবর হলো- বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২৪ মেয়াদের নির্বাচন ৩০ ডিসেম্বর। এরই মধ্যে শুরু হয়েছে নির্বাচনের প্রস্তুতি। গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল লতিফ বাচ্চু। তার সঙ্গে কমিশনার হিসেবে থাকবেন পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম।

শোনা যাচ্ছে, এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবে সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তার প্যানেলে মহাসচিব প্রার্থী জাকির হোসেন রাজু। অন্যদিকে সভাপতি পদে নিবার্চন করবেন প্রখ্যাত নির্মাতা কাজী হায়াৎ। তার প্যানেলে মহাসচিব প্রার্থী শাহীন সুমন।

৫ ডিসেম্বর পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিক্রি। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৭ ডিসেম্বর। চলচ্চিত্র নির্মাতাদের আশা, উৎসবমুখর পরিবেশে ৩০ ডিসেম্বর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব পাবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।সূত্রঃ সময়টিভি। সম্পাদনা ম\হ। বৈ ১১২৬\১৪ 

Related Articles