রাজস্থলীতে চেয়ারম্যান, ইউএনও এবং ইউপি চেয়ারম্যান কে ফুলের শুভেচ্ছা

আজ রাজস্থলী উপজেলা শিক্ষা শ্রম বন ও পরিবেশ রক্ষা সোসাইটির পক্ষ থেকে রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ও নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)শান্তনু কুমার দাশ এবং গত ১৫ জানুয়ারি বাঙ্গালহালিয়া ৩নং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আদোমং মারমা মহোদয়কে সহ কমিটির পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন রানা, প্রধান কোঅর্ডিনেটর মোঃরেজাউল আলম,সহ- কোঅর্ডিনেটর ডাঃ বিকে বড়ুয়া  সভাপতি- মোঃ আওয়াল মাস্টার সদস্য- সচিব চাইথোয়াইমং মারমা সহ-সদস্য সচিব নুসরাত জাহান নিশু, পি সি মোঃ আবদুর রাজ্জাক, মোঃ সমুন মিসেস -ফারজানা, মনিটরিং শিবু মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু কান্তি নাথ ও সদস্য ও সদস্যবৃন্দরা।

এরপরে শিক্ষা শ্রম বন ও পরিবেশ রক্ষা সোসাইটির সকল উপস্থিতি সদস্যবৃন্দরা নিজ নিজ পরিচয় প্রদান করেন।

প্রতিষ্ঠাতার চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন রানা ও সভাপতি- মোঃ আওয়াল মাস্টার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে শিক্ষা শ্রম বন ও পরিবেশ রক্ষা সোসাইটির মূল লক্ষ্য (১)শিশু শ্রম বন্ধ, (২)পরিবেশ দূষণ প্রতিরোধ (৩)গন সচেতন মূলক কার্যক্রম (৪)শীত বস্ত্র বিতান ও গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো। (৫)শিক্ষাক্ষেত্রে মান বৃদ্ধি কার্যক্রম এবং অন্যান্য আরো কিছু বক্তব্য মাধ্যমে তুলে ধরেন এবং প্রশাসন ও উপস্তর সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পড়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ইউএনও শান্তনু কুমার দাশ এবং বাঙ্গালহালিয়া ৩নং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আদোমং তাহারা বলেন,ভোক্তা অধিকার আইনে আপনাদের সাথে থেকে শিক্ষা শ্রম বন ও পরিবেশ রক্ষা সোসাইটির সকল কার্যক্রমে আপনাদের কে সহযোগিতা করে যাব। সম্পাদনা ম\হ। না ০১২০\০৪

Related Articles