লঞ্চে অগ্নিকাণ্ড: ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ৫০ লাখ এবং গুরুতর আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট করা হয়েছে হাইকোর্টে। একইসাথে প্রকৃত ঘটনা উদঘাটনে রিটে বিচার বিভাগীয় তদন্তের জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

এর আগে অগ্নিকাণ্ডের এ ঘটনায় লঞ্চ মালিকের বিরুদ্ধে বরগুনা আদালতে মামলা হয়েছে। বরগুনার আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির এমভি অভিযান-১০-এর মালিকসহ ২০-২৫ জনের বিরুদ্ধে এ মামলা করেছেন। 

রোববার মামলা দায়েরের পর বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম মামলাটি আমলে নিয়ে এজাহারের আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, ঢাকা থেকে প্রায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে আসা বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলের কাছে সুগন্ধা নদীর মাঝখানে দুর্ঘটনার কবলে পড়ে লঞ্চটি।

শনিবার বেলা ১১টায় সার্কিট হাউজ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাযে জানাজাশেষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পোটকাখালী গণকবর তৈরি করে শনাক্তহীন ২৭টি লাশের দাফন সম্পন্ন করা হয়েছে। সূত্রঃ নয়া দিগন্ত। সম্পাদনা ম\হ। না ১২২৬\১৩

Related Articles