পর্যটনে সমৃদ্ধ হচ্ছে মিরসরাই: মোশাররফ হোসেন

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। ছবি- সমকাল

চট্টগ্রামের মিরসরাই উপজেলা বৃহত্তর অর্থনৈতিক অঞ্চল ছাড়াও পর্যটনের দিক থেকে সমৃদ্ধ হচ্ছে, যা দেখতে এখন দেশের নানাপ্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন। এ জন্য স্থানীয় পর্যটন কেন্দ্র ও পাহাড়ি ঝরনাগুলোতে চলাচলের রাস্তা আরও সহজ করার বিষয়ে পরিকল্পনা চলছে বলে জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মিরসরাই সমিতির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় তিনি সম্প্রতি মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা দেখতে আসা ১৩ জন পর্যটক রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত হওয়ার ঘটনা উল্লেখ করেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, মিরসরাই উপজেলা পর্যটনের দিক থেকে সমৃদ্ধ হয়ে উঠছে। একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র। এখানে অনেকগুলো পাহাড়ি ঝরনা আছে, যা দেখতে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন। এখন পাহাড়ি ঝরনাগুলোর যাতায়াতের পথ আরও সহজ করতে হবে। আমি মন্ত্রী থাকাকালে কিছু পরিকল্পনা করেছিলাম। তখন বাস্তবায়ন হয়নি। তবে এগুলো বাস্তবায়ন হলে পর্যটকদের চলাচল আরও সহজ হয়ে যাবে।
সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মুক্তিযুদ্ধের ওপর স্মৃতিচারণ করেন। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে কাটানো সময়েরও বর্ণনা করেন।

মিরসরাই সমিতির সভাপতি এমএ তাহের ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আজমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন আইটি বিশেষজ্ঞ মাহবুব উর রহমান রুহেল।

সভায় আরও বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি মহি উদ্দিন, শরিফুল ইসলাম খোকন, বাংলাদেশ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, মুসলিম উদ্দিন ভূঁইয়া, সেলিম উদ্দিন চৌধুরী, মেজবাউল আলম ভূঁইয়া, মামুনুর রশীদ।

মাহবুব উর রহমান রুহেল তার বক্তব্যে বলেন, দেশের পঞ্চাশ শতাংশ জনসংখ্যার বয়স পঁচিশের নিচে। এই তরুণ প্রজন্মের সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে প্রবাসে কাজ করা তরুণরা। এছাড়া প্রধানমন্ত্রী একশটি অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। সেখানে এই তরুণরাই নেতৃত্ব দেবে। তরুণদের এই নেতৃত্ব অর্থনৈতিক জোনগুলোকে সমৃদ্ধ করবে।

পরে মিরসরাই সমিতির ওয়েবসাইট উদ্বোধন করেন মাহবুব উর রহমান রুহেল।সূত্রঃ সমকাল। সম্পাদনা ম\হ। বৈ ০৮২১\১২ 

 

Related Articles