বাধ্য না হলে র‌্যাব কখনও গুলি ছোড়ে না:বিদায়ী ডিজি

পরিস্থিতি সামাল দিতে একেবারেই বাধ্য না হলে র‌্যাব কখনও গুলি ছোড়ে না বলে দাবি করেছেন বাহিনীর বিদায়ী মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বলেন, প্রচলিত আইন মেনেই যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানেই বল প্রয়োগ করে র‌্যাব। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। 

দুই বছরের বেশি সময় দায়িত্ব পালন করা র‌্যাবের ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাই বিদায়ের আগে র‌্যাব ডিজি হিসেবে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

র‌্যাবের মহাপরিচালক বলেন, দায়িত্ব পাবার পর গেল আড়াই বছরে ৩৬ হাজার মাদক কারবারীকে গ্রেফতার এবং ২৩শ কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে। জঙ্গি কার্যক্রম র‌্যাবের নিয়ন্ত্রণে থাকায় দেশে কোন স্থানে হামলা হয়নি। অরাধীদের বিরুদ্ধে র‌্যাবের কঠোর অবস্থানের কথা জানান তিনি।

র‌্যাবের ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যেখানে যেটুকু প্রয়োজন সেটুকুই আমরা শক্তি প্রয়োগ করি। একটা লোক দৌড় দিলো, ধাক্কা দিলো আর গুলি করে দিতে হবে? সিচুয়েশন যে ডিমান্ড করে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ীই ব্যবস্থা নিয়ে থাকি।’

পুলিশের আইজির দায়িত্ব পালনের সময় সবার সহযোগিতা কামনা করেন এই শীর্ষ কর্মকর্তা। সুত্রঃ একুশেটিভি। সম্পাদনা ম\হ। না ০৯২৮\০৬

Related Articles