যেসব লক্ষণ জানান দেবে ত্বকের আর্দ্রতা কমছে কি না

আধুনিক সমাজের কর্মব্যস্ত জীবনে অনেক সময় ইচ্ছা থাকলেও সময়ের অভাবে ত্বকের যত্ন নেয়া হয়ে ওঠে না। এতে ত্বকের মারাত্মক ক্ষতি হয়ে যায়। আবার অনেকের কাছে মনে হয়, ঋতুভেদে ত্বকের আর্দ্রতা হ্রাস বা বৃদ্ধি পায়।
গ্রীষ্মেকালে এ সমস্যার সম্মুখীন বেশি হতে হয়। বাইরের চিরচিরে রোদ, সেই সঙ্গে গরম বাতাসে ত্বকের আর্দ্রতা কমে যায়। তবে এ সমস্যা বর্ষাকালেও হতে পারে। আবার শীতকালে অনেকেই বলেন যে ত্বক শুষ্ক হয়ে যায়। নিত্যদিনের অফিসযাত্রার কারণে বাইরের দূষণের ফলে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা যায়।

পর্যাপ্ত আর্দ্রতার অভাবে ত্বকে অল্প বয়সেই চলে আসে বলিরেখা। সেই সঙ্গে দেখা দিতে পারে আরও নানা সমস্যা। যেভাবে আমরা বুঝতে পারব যে আমাদের ত্বকের আর্দ্রতা কমে যাচ্ছে বা হারাচ্ছে–

১) ত্বকে র‌্যাশ, চুলকানি, ব্রণ হওয়া।

২) ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া। ত্বকে লালচে ভাব, মেচতার উপদ্রব।

৩) বলিরেখা, চোখের তলায় কালি পড়ে যাওয়া।

৪) ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া। ত্বক ক্রমেই নিস্তেজ হয়ে পড়া।

৫) আর্দ্রতাহীন ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক ত্বকে নানা রকম লালচে দাগের ছোপ আসা।সূত্রঃ সময়টিভি। সম্পাদনা ম\হ। বৈ ০৮৩১\১২ 

Related Articles