টরন্টো চলচ্চিত্র উৎসবে সেরা স্পিলবার্গের ‘দ্য ফ্যাবেলম্যান’

ছবিঃ সময়টিভি

রোববার (১৮ সেপ্টেম্বর) ছিল ৪৭তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিন। বাংলাদেশ সময় মধ্যরাতে ঘোষিত হয় বিজয়ীদের নাম। এবার উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হলো ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’।
আর এবারের আসরের ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে স্টিভেন স্পিলবার্গের ‘দ্য ফ্যাবেলম্যানস’। নির্মাতার শৈশব-কৈশোরের অভিজ্ঞতার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে।

সিনেমাটিতে দেখা যাবে, স্পিলবার্গের বেড়ে ওঠার সময় যুক্তরাষ্ট্রের আরিজোনায়  মা-বাবার সঙ্গে তার রসায়ন। যদিও নির্মাতার শৈশবের কাহিনির ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে, তবে এটিকে পুরোপুরি বায়োপিক বলা চলে না। 
গত এক দশকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতে নেয়া সিনেমা অস্কারে মনোনয়ন পেয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে সেরা সিনেমার পুরস্কারও জিতে নিয়েছে। আর এ থেকে ধারণা করা হচ্ছে টরন্টোতে সেরা সিনেমার পুরস্কার পাওয়ায় অস্কারের দৌড়ে এক ধাপ এগিয়ে গেল সিনেমাটি।

উৎসবে জনপ্রিয়তার দিক থেকে ‘দ্য ফ্যাবেলম্যানস’-এর পরেই ছিল সারাহ পলির ‘উইমেন টকিং’ এবং রায়ান জনসনের ‘গ্লাস ওনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি’। ফিপ্রেসি পুরস্কার পেয়েছে জিল বাসিল খলিলের ‘আ গাজা উইকেন্ড’। সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছে হুবার্ট ডেভিসের ‘ব্ল্যাক আইস’। ‘দ্য মিডনাইট ম্যাডনেস’ জিতেছে এরিক অ্যাপলের ‘উইয়ার্ড: দি অ্যাল ইয়ানকোভিক স্টোরি’। সূত্রঃ সময়টিভি। সম্পাদনা ম\হ। বৈ ০৯২০\১২ 

Related Articles