স্টুডেন্ট ভিসা কানাডা নাকি লন্ডন!

এচিভ কানাডা হল একটি ভিসা ইমিগ্রেশন প্রতিষ্টান। কানাডার নাগরিক রফিক ভূঁইয়া ২০ বছর ধরে কানাডায় বসবাস করছেন। সম্প্রতি, এচিভ কানাডা নামে একটি ব্যবসা শুরু করে, ইমিগ্রেশন কনসালটেন্সি, আইইএলটিএস, স্পোকেন ইংলিশ প্রস্তুতি এবং ভিসা সংক্রান্ত কার্যক্রম নিয়ে কাজ করেন।

প্রথমত, কানাডায় শিক্ষার্থী দেরকে সম্পূর্ণ সময় কাজ করার সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে, ভিসা হলে শিক্ষার্থীরা খুব সহজেই তাদের ব্যক্তিগত খরচ বহন করতে সক্ষম হবে। 

দ্বিতীয়ত, ইতিমধ্যে লন্ডনে অভিবাসন পদ্ধতিতে অনেক পরিবর্তন আনা হয়েছে, এখন শিক্ষার্থীরা IELTS এ 5.5 পেয়েও লন্ডনের ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। 

কানাডা নাকি লন্ডন - এ স্টুডেন্ট ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন-

 

 

সম্পাদনা ম\হ। বৈ ১১০৩\০৫

Related Articles