ইউক্রেন সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ নিতে প্রস্তুত আমেরিকা

ইউক্রেন সংকট সমাধানের জন্য মার্কিন সরকার কূটনৈতিক উদ্যোগ নিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। চলমান সঙ্কট নিরসনের জন্য মস্কোর সঙ্গে কিয়েভ আলোচনায় প্রস্তুত বলে ঘোষণা দেয়ার পর আমেরিকা নিজের প্রস্তুতির কথা জানালো।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস গতকাল শনিবার বলেন, যদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মনে করেন যে, এমন কোনো কূটনৈতিক উদ্যোগ নিলে তা চলমান সঙ্কট সমাধানে সাহায্য করবে তাহলে সে ধরনের উদ্যোগ নিতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, "আমরা ইউক্রেনের সরকারকে সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী অবস্থানে নেয়ার চেষ্টা করছি যাতে তারা আলোচনার ক্ষেত্রে সুবিধা পায়, এইজন্য রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে চাপ সৃষ্টি করা হয়েছে।" এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শনিবার বলেছিলেন, রাশিয়ার সাথে সংঘাতের অবসান ঘটাতে পশ্চিমাদের উচিত আলোচনা প্রক্রিয়ায় আরো বেশি যুক্ত হওয়া।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং আন্তর্জাতিক সুইফট সিস্টেম থেকে রাশিয়াকে বাদ দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের অর্থ হচ্ছে পশ্চিমাদের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা। এছাড়া, ইউক্রেনে নো ফ্লাই জোন গঠনের ব্যাপারে যে প্রচেষ্টা চালিয়েছে পশ্চিমা দেশগুলো তাতে পুতিন বলেছিলেন এ ধরনের উদ্যোগ নিলে সারা বিশ্বকে বিপর্যয়কর পরিণতি মুখে পড়তে হবে। পশ্চিমা নিষেধাজ্ঞার মোকাবেলায় রাশিয়া ধীরে ধীরে শক্তিশালী হবে বলেও তিনি উল্লেখ করেছেন। সূত্রঃ পার্সটুডে। সম্পাদনা ম\হ। না ০৩১৩\০৫

Related Articles