৬০ লাখ টাকা বিল বাকি, ইভ্যালির বিরুদ্ধে আরও একটি মামলা হচ্ছে

অপরিশোধিত বকেয়া  টাকা আদায়ে ইভ্যালির বিরুদ্ধে আরো একটি মামলা। ই-কর্মাস প্রতিষ্ঠান ইভ্যালি থেকে প্রায় ৬০ লাখ টাকা পাবে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট ও ক্রাউন ক্রিয়েশন্স। পাওনা এই টাকা আদায়ে মামলা করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ক্রাউন এন্টারটেইনমেন্টের ডেপুটি সিইও মো. তাজুল ইসলাম ও ক্রাউন ক্রিয়েশন্সের সিওও সৈয়দ ইকবাল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে ইভ্যালির নিয়োজিত বিজ্ঞাপনী এজেন্সি ফ্যাক্টর থ্রি সলিউশনস ও সরাসরি ইভ্যালির কার্যাদেশ অনুযায়ী বিভিন্ন নাটক-অনুষ্ঠানের ইভ্যালি স্পন্সর করে। এর প্রেক্ষিতে নিয়মমাফিক বিল জমা দেওয়ার পর আংশিক টাকা পরিশোধ করা হয়েছে। এরইমাঝে ইভ্যালির কাছে আমাদের প্রতিষ্ঠানের বকেয়া পাওনা ৬০ লাখ টাকার বেশি দাঁড়িয়েছে; যা পরিশোধের ক্ষেত্রে ইভ্যালি কর্তৃপক্ষ নানা ধরনের টালবাহানার মাধ্যমে কালক্ষেপণ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, এরইমাঝে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল প্রতারণার একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। ইভ্যালির পক্ষ থেকে আমাদের এই বিপুল অংকের টাকা পরিশোধের ব্যাপারে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা নানান ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছেন এবং তাদের প্রতিষ্ঠান আর্থিকভাবে স্বচ্ছল না হওয়া পর্যন্ত আমাদের পাওনা টাকা পরিশোধে অপারগতা দেখাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিষ্ঠান পাওনা টাকা আদায়ের লক্ষে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন, ব্যবস্থাপনা পরিচালক ও মোহাম্মদ রাসেলসহ ওই প্রতিষ্ঠানের কর্মরত প্রশাসন, হিসাব ও অন্যান্য বিভাগের কর্মকর্তাসহ ইভ্যালির বিজ্ঞাপনী এজেন্সি ফ্যাক্টর থ্রি সলিউশন্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমাদের আইনজীবীকে পরামর্শ দেওয়া হয়েছে। এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১৬ সেপ্টেম্বর ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। ওইদিন বিকেলেই রাসেলকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর আরও কয়েকটি জায়গায় মামলা হয়। সূত্রঃ আর টিভি। সম্পাদনা ম/হ। রু ২৩০৯/১৬ 

Related Articles