রাজশাহীতে ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। রাজশাহী নগরীর বিমানবন্দর থানার বরইপাড়া এলাকায় ১৪ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাবের জানায়, আল আমিন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাতেই বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

আটককৃত যুবক নগরীর শিরোইল কলোনির ৩ নম্বর গলি এলাকার আব্দুস সালামের ছেলে আল আমিন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, যাত্রী বেশে তানোরগামী লোকাল বাসে করে ইয়াবার চালানটি নিয়ে রাজশাহী নগরী থেকে যাচ্ছিলেন ওই যুবক। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরীর বিমানবন্দর থানার বারইপাড়া এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসায়।

এদিকে বাসটি চেকপোস্টে পৌঁছালে থামার সংকেত দেয় র‌্যাব। বাসটি থামানো মাত্র দৌড়ে পালানোর চেষ্টা করেন ওই যুবক। তখন তাকে আটক করেন র‌্যাব সদস্যরা। পরে তার সঙ্গে থাকা ব্যাকপ্যাকের ভেতরে শপিং ব্যাগ থেকে ১৪ প্যাকেটে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার মূল্য প্রায় ৪২ লাখ টাকা।

আটককৃত যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, ইয়াবার চালানটি কক্সবাজার থেকে এসেছে। লকডাউনের দীর্ঘ সময় ধরে ইয়াবাগুলো কক্সবাজারেই রাখা হয়েছিল। সম্প্রতি এসব ইয়াবা নাটোরে আসে। সেখান থেকে পরে রাজশাহীতে নিয়ে আসা হয়। সূত্রঃ আর টিভি। সম্পাদনা ম/হ। রু ২২০৯/১৮ 

Related Articles