ফেনীতে ৫ লাখ মানুষ এখনো পানিবন্দি, লক্ষ্মীপুরে জলমগ্ন ৫ উপজেলা
- by Ibrahim Akon
- August 31, 2024
- 52 views
ফাইল ছবি
হঠাৎ বন্যার পানি সাধারণত দুই থেকে তিন দিনের মধ্যে নেমে গেলেও এবার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। সিলেট বিভাগ ও তিস্তা অববাহিকায় প্রতিবছরই একাধিকবার আকস্মিক বন্যা দেখা যায়, তবে তা দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু ফেনী ও লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি জেলা এক সপ্তাহেরও বেশি সময় ধরে আকস্মিক বন্যার কবলে পড়েছে।
লক্ষ্মীপুরের ৫টি উপজেলা এখনও জলমগ্ন। পানি ধীরগতিতে নামছে, তবু মানুষের দুর্ভোগ কমছে না। বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট প্রকট হয়ে উঠেছে, ১০ লাখেরও বেশি মানুষ চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। সরকারি-বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন দুর্গতরা। এছাড়া বন্যাকবলিত এলাকাগুলোতে পানিবাহিত নানা রোগ ছড়াতে শুরু করেছে।
ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা এখনও পানির নিচে। প্রায় ৫ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন, অনেকেই আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। পানি ধীরে কমতে থাকায় ত্রাণ বিতরণে গতি ফিরেছে, তবে খাদ্যের সংকট রয়ে গেছে। যেসব এলাকায় পানি নেমেছে, সেখানকার বাসিন্দারা ঘরবাড়ি মেরামতে ব্যস্ত। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ফেনীতে এ পর্যন্ত বন্যায় ২৩ জনের প্রাণহানি ঘটেছে।