বাগমারায় ছাত্র হামলায় ৭ আ.লীগ নেতা গ্রেফতার
- by Maria Sultana
- October 2, 2024
- 38 views
ছবি: সংগৃহীত
রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের সাত নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্র এবং থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের বন ও ত্রাণ বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম আলী, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোনায়েম হোসেন, গোয়ালকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ফিরোজ সরদার, ছাত্রলীগের সভাপতি নাইমুল ইসলাম, তাহেরপুর পৌর আওয়ামী লীগের নেতা আক্কাছ আলী, কৃষকলীগ নেতা বেলাল হোসেন এবং নুরুল ইসলাম।
বুধবার তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলে থানার ওসি তৌহিদুল ইসলাম জানিয়েছেন। থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে আ.লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। তারা কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এই ঘটনায় আবুল কালাম আজাদসহ প্রায় দুই হাজার আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়।
এর আগে এই মামলাগুলিতে আরও কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে আছেন সাবেক ইঞ্জিনিয়ার এনামুল হক, পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, এবং কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সূত্র: যুগান্তর /স/হ/ন ০২/১০/২০২৪