ঈদের পর বাংলাবান্ধা দিয়ে চলাচল শুরু

সোমবার (৩ এপ্রিল) ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন সেন্টার পরিদশর্ন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘ঈদুল ফিতরের ছুটির পরেই পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরটি খুলে দেয়া হবে।

ভৌগোলিক কারণে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কাছে এই স্থলবন্দরটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বর্তমানে দু'দেশের মধ্যে আমদানি-রফতানিতে যেসব বাধা রয়েছে তা অচিরেই সমাধান করা হবে। ভারত অংশে সড়ক প্রশস্তকরণ, উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র ও কাস্টমসের উপ-কমিশনার কার্যালয় স্থাপনের মাধ্যমে বাণিজ্য আরও সম্প্রসারণ করা হবে।’
 ভারতে ভ্রমণের জন্য ভিসা আবেদনকারীরা যেন কোনো হয়রানির শিকার না হন, এ বিষয়ে সংশ্লিষ্টদের সর্তক থাকার আহবান জানান সহকারী হাইকমিশনার। তিনি আবেদনকারীদের কাছে যেন নির্ধারিত ফি'র অতিরিক্ত টাকা নেয়া না হয় সেজন্য সতর্ক করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন-ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন, ভারতীয় ভিসা আবেদন সেন্টারের ইনচার্জ সোহাগ চন্দ্র বিশ্বাসসহ পদস্থ কর্মকর্তারা ।
 এরপর তিনি সড়ক পথে পঞ্চগড়ের বাংলাবান্ধাস্থল বন্দরের উদ্দেশ্যে রওনা দেন।
 প্রসঙ্গত, করোনা মহামারির পর থেকে বাংলাবান্ধা বন্দর দিয়ে যাত্রী চলাচল বন্ধ রয়েছে। তবে বন্দর ব্যবহার করে বর্তমানে শুধু পাথর পরিবহন হয়। রোজা ও ঈদের পর ফের যাত্রী চলাচল শুরু হতে পারে। সূএঃ সময়টিভি। সম্পাদনা না/রি। স ০৪০৩/০৪

Related Articles