জামায়াতের আমির: শহীদদের অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে
- by Maria Sultana
- October 27, 2024
- 76 views
ছবি: সংগৃহীত
৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবকে সফল ও অর্থবহ করতে নতুন মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্টের বিপ্লবের মধ্যে সকল শহিদের অবদানকে জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত, যাতে নতুন প্রজন্ম তাদের বীরত্ব জানে। শহীদদের পরিবারকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে তাদের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, প্রতিটি শহীদ পরিবারের একজন সদস্যের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে।
আজ (রোববার) সকালে রাজধানীর আগারগাঁও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাযজ্ঞের ফলে দেশপ্রেমী মানুষকে হত্যার মাধ্যমে যে বর্বরতা ঘটেছিল, তা জাতির ইতিহাসে চিরকাল স্মরণীয় থাকবে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।
ডা. শফিকুর রহমান শহিদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান। তিনি শহীদদের আত্মত্যাগের কথা রাষ্ট্রীয়ভাবে সম্মানের সঙ্গে স্মরণ করার আহ্বান জানান এবং ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, শহীদরা ইতিহাসের পাতায় জীবন্ত, তাদের অবদান কখনো ভুলে যাওয়া যাবে না। তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র: যুগান্তর /স/হ/ন ২৭/১০/২০২৪