কানাডায় খুন হলেন এক ভারতীয় শিক্ষার্থী

কানাডায় খুন হলেন এক ভারতীয় পড়ুয়া। কার্তিক বাসুদেব নামে ২১ বছরের ওই পড়ুয়াকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী টরন্টোর একটি পাতাল স্টেশনের প্রবেশপথের সামনে গুলি করা হয়। প্রাথমিক ভাবে ঘটনাটিকে দুষ্কৃতীদের হামলা বলেই মনে করছে টরন্টো পুলিশ।

নিহত বাসুদেব কানাডার সেনেকা কলেজে বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই সূত্রেই একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। শেরবোর্ন অঞ্চলের সেন্ট জেমস টাউনের সাবওয়ে স্টেশনে ঢোকার সময় গ্লেন রোডের প্রবেশপথের কাছে তাঁকে কাছ থেকে একাধিক বার গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু বলে টরন্টো পুলিশ সূত্রের খবর।

বাসুদেবের মৃত্যুতে শোক প্রকাশ করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইটারে লিখেছেন, ‘এই মর্মান্তিক ঘটনায় শোকাহত। পরিবারকে জানাই গভীর সমবেদনা।’ বিদেশ মন্ত্রক সূত্রের খবর, খুনের তদন্তের গতিপ্রকৃতি জানার জন্য কানাডার ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ টরন্টো পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। সূত্রঃ আনন্দবাজার। সম্পাদনা ম\হ। না ০৪০৯\০৮

Related Articles