সাইফের প্যালেসে হামলা: জেরায় দায় স্বীকার অভিযুক্তের

ছবি: সংগৃহীত

সাইফ আলি খানের পটৌদী প্যালেসে হামলার তিনদিন পর সন্দেহভাজন শরিফুল ইসলাম শেহজাদকে মুম্বাই থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার ভোরে ঠাণে এলাকায় তাকে আটক করে পুলিশ। সেদিনই বান্দ্রা আদালতে হাজির করা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, পুলিশের জেরায় শরিফুল তার দোষ স্বীকার করেছেন। তিনি বলেন, "হ্যাঁ, আমিই করেছি।" তার স্বীকারোক্তি অনুযায়ী, পটৌদী প্যালেসে ডাকাতি এবং সাইফের ওপর হামলার সঙ্গে তিনিই যুক্ত।

পুলিশ জানায়, শরিফুল বৈধ নথিপত্র ছাড়াই ভারতে গত পাঁচ মাস ধরে বিভিন্ন জায়গায় কাজ করছিলেন। এর মধ্যে ওরলি ও ঠাণে এলাকার রেস্তোরাঁ, হোটেলে কাজ করেছেন। শরিফুলের বিরুদ্ধে ওরলির এক রেস্তোরাঁয় চুরির অভিযোগ উঠেছিল, যার ফলে গত আগস্টে তার চাকরি চলে যায়।

রেস্তোরাঁর ম্যানেজার জানান, শরিফুলকে বরখাস্ত করার পরও তাকে কর্মী আবাসনে থাকতে দেওয়া হয়েছিল। পুলিশি তদন্তে বিষয়টি স্পষ্ট হওয়ার পর ঠিকাদারকেও বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে, শরিফুলের আইনজীবী সন্দীপ শেরানি দাবি করেছেন, তার মক্কেল যে বাংলাদেশের নাগরিক, এমন কোনো প্রমাণ নেই পুলিশের হাতে। এছাড়া, তার বিরুদ্ধে হত্যা বা প্রাণনাশের হুমকির মতো গুরুতর কোনো অভিযোগও আনা হয়নি। সূত্র:যুগান্তর /স/হ/ন ২০/০১/২০২৫

Related Articles