রোহিঙ্গা প্রত্যাবাসনে দক্ষিণ কোরিয়াকে পাশে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের বন্ধুরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সঙ্গে চায় বাংলাদেশ। মিয়ানমারে দক্ষিণ কোরিয়ার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ উভয় দেশের বন্ধুত্বকে ক্রমশ দৃঢ় করেছে। তাই বাংলাদেশ চায় রোহিঙ্গা প্রত্যাবাসনে নেপিদোকে বোঝাতে ভূমিকা রাখুক সিউল।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক সেমিনারে এ প্রত্যাশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জং কিওনকে উদ্দেশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'দক্ষিণ কোরিয়ার অনেক বিনিয়োগকারী মিয়ানমারে বিনিয়োগ করেছেন। মিয়ানমারে আপনাদের যে প্রভাব রয়েছে, সেটিকে ব্যবহার করার জন্য আমি অনুরোধ করছি। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদসহ আন্তর্জাতিক ফোরামে ঢাকাকে সমর্থন দিয়েছে সিউল। আপনারা এ বিষয়ে মিয়ানমারকে জোরালোভাবে চাপ দিন।' সূত্রঃ সমকাল। সম্পাদনা ম\হ। বৈ ০৫১৩\০৯ 

Related Articles