চিরকুট লিখে চবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের সমানের এস আলম কটেজের একটি তালাবদ্ধ রুম থেকে অনিক চাকমা নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে কটেজের ২১২ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

অনিক চাকমা চবির মেরিন সায়েন্স বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি রাঙ্গামাটি উপজেলায়।

ওই কটেজের বাসিন্দারা জানান, রোববার (২ জানুয়ারি) রাতে অনিক তার নিজের রুমে প্রবেশ করে। রুমের আরেক সহপাঠী বাড়িতে থাকায় সে একা ছিল। পরে বেলা ১১টা বেজে যাওয়ার পরও তার রুম থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক থেকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে চবি মেডিকেল সেন্টারের চিফ আবু তৈয়ব বলেন, ‘শেষ রাতের দিকে সে আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি।’

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির বলেন, ‘সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আমরা এক ছাত্রের লাশ উদ্ধার করেছি। হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি। সে চিরকুট লিখে আত্মহত্যা করছে।’ সূত্রঃ সময়টিভি। সম্পাদনা ম\হ। না ০১০৩\২৬

Related Articles