শ্রমিক সঙ্কটে কৃষকের পাশে ছাত্রলীগ

কালীগঞ্জ প্রতিনিধিঃ মোঃ রুবেল শিকদার


বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, মাননীয় সংসদ সদস্য  মেহের আফরোজ চুমকি এমপি এবং কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নির্দেশনায় নাগরী ইউনিয়ন ছাত্রলীগ আবারো কৃষকের ধান কেটে সহযোগিতা করেন ।

কৃষকের কোনো পাকা ধান শ্রমিক সংকটের কারণে থাকবে না মাঠে, এই স্লোগানকে সামনে রেখে নাগরী ইউনিয়ন ছাত্রলীগ কৃষকের মাঠের পাকা ধান কেটে তুলে দিচ্ছেন ঘরে। 

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে কালীগঞ্জ উপজেলার  (৭নং ওয়ার্ড) নাগরী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল শিকদারের নেতৃত্বে ওয়ার্ড ছাত্রলীগের সমন্বয়ে নাগরী ইউনিয়নের তেতুইবাড়ী গ্রামে ১৯ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দিয়েছেন ছাত্রলীগ।

সারা বিশ্বে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি মহামারি আকার ধারণ করায় সারাদেশে লকডাউনের কারণে প্রচুর ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। তাই (৭নং ওয়ার্ড) নাগরী ইউনিয়ন ছাত্রলীগ অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে।

ধান কাটা কর্মসূচিতে  (৭নং ওয়ার্ড) নাগরী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিমন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, রাহিম মিয়া, প্রচার সম্পাদক পৃথক বিশ্বাস, দপ্তর সম্পাদক সিমান্ত সহ আরো  অনেক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। 

মাঠে কৃষকের ধান যতদিন থাকবে ততদিন তাদের কর্মসূচি চলমান থাকবে বলে জানান (৭নং ওয়ার্ড) নাগরী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল শিকদার। তিনি আরোও বলেন বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি মহামারি আকার ধারণ করায় সারাদেশে লকডাউনের সময় অসহায় মানুষকে সব সময় সহযোগিতা করেছেন ছাত্রলীগ।

Related Articles