শীতের আগেই পা ফাটছে, কী করবেন?

পায়ের যত্ন নিতে হয়তো আলাদাভাবে বিশেষ সময় দেয়া হয় না অনেকেরই। আলাদা করে পায়ের যত্ন না নিলে এখনই সে অভ্যাসের পরিবর্তন করুন। কারণ এই অভ্যাসে গ্রীষ্মে কোনো সমস্যা না হলেও শীতে বেশ বেকায়দায় ফেলবে আপনাকে।

শীত আসার এই সময়টাতেই পা ফাটতে শুরু করে অনেকের। এ সময় পায়ের ত্বক শক্ত হয়ে যায়। পাশাপাশি হয়ে ওঠে রুক্ষ।

পায়ের যত্ন নিতে সব সময় পার্লারে যাওয়ার সুযোগ বা সময় কোনোটাই ঠিকমতো হয়ে ওঠে না। তা ছাড়া পার্লারে গিয়ে পায়ের যত্ন নেয়াটা ব্যয়বহুলও।

তাই এ সমস্যা সমাধানে ঘরোয়া কিছু উপায় মেনে চলতে পারেন। সহজ উপায়ে পায়ে যত্ন নিতে প্রথমেই আপনাকে যেটি করতে হবে তা হলো ভালো করে পা সাবানপানি দিয়ে ধুয়ে নিন।

এরপর কুসুম গরম পানিতে গোলাপ পানি মিশিয়ে নিন। সেই পানিতে ২০ মিনিট পা ডুবিয়ে রাখুন। এবার পাকা কলা, মধু, লেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করুন।

পায়ে ২০ মিনিট রেখে ধোয়ার পর পেট্রোলিয়াম জেলি অথবা অলিভ ওয়েল ম্যাসাজ করুন। সপ্তাহে তিন দিন এই নিয়ম মেনে পায়ের যত্ন নিলে আপনার পা ফাটার সমস্যা আর থাকবে না।

ফেটে যাওয়া পায়ে নারিকেল তেল ভালো  কাজে আসে। তাই পায়ে নিয়মিত নারিকেল তেল ম্যাসাজ করুন। পায়ের ত্বক যেন দ্রুত শুষ্ক হয়ে না যায় তার জন্য পায়ে এখন থেকেই মোজা পরার অভ্যাস করতে পারেন।সূত্রঃ সময়টিভি। সম্পাদনা ম\হ। বৈ ১১২৪\০৮ 

 
 

Related Articles