শিমুলিয়া - বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী মানুষের ঢল

কঠোর বিধিনিষেধ শিথিল করা হচ্ছে—এমন খবরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিগুলোতে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। চরমভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। রবিবার থেকে শপিংমল ও দোকানপাট খোলার ঘোষণায় সকাল থেকে এই নৌপথে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ।

গত শুক্রবার থেকে এই ফেরিঘাটে ভিড় বাড়তে থাকে। গতকাল সকাল থেকে পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়িয়েছে যে, অনেক ক্ষেত্রে যাত্রী চাপে জরুরি যানবাহন পার করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ফেরির সংখ্যা বৃদ্ধি করা না হলে যাত্রীদের চাপে প্রাইভেট গাড়ি ও পণ্যবাহী ট্রাক পার করতে আরো দুর্ভোগ পোহাতে হবে। বাংলাবাজার ফেরিঘাট এলাকায় ব্যক্তিগত যানবাহন ও পণ্যবাহী ট্রাকের জট দেখা গেছে। কোথাও দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার বিন্দুমাত্র চেষ্টা।

এদিকে লঞ্চ বন্ধ থাকলেও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে স্পিডবোট ও ট্রলারে পারাপার হচ্ছে যাত্রীরা। বাস বন্ধ থাকলেও মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ ঘাটে আসছেন। ইজিবাইক, অটোরিকশা, মোটরসাইকেলে বরিশাল থেকে ৫০০-৬০০ টাকা, খুলনা থেকে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, গোপালগঞ্জ থেকে ৫০০ টাকা, মাদারীপুর ২০০ টাকা, বাগেরহাট থেকে ৬৫০ টাকা খরচ করে যাত্রীরা ঘাটে আসছেন। কোনো কোনো মোটরসাইকেলে তিন জন করে যাত্রী বহন করা হচ্ছে। বিকল্প যানবাহনে গাদাগাদি করে যাত্রী নেওয়া হচ্ছে।

বাংলাবাজার ঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, ‘দিনে জরুরি যানবাহন নিয়ে সীমিতভাবে ফেরি চলছে। মাত্র পাঁচটি ফেরি দিয়ে পারাপার করায় এবং সিংহভাগ ফেরি, লঞ্চ বন্ধ থাকায় যাত্রী চাপ বেশি পড়েছে।

রাজধানীমুখী মানুষের পাটুরিয়া ঘাটে উপচে পরা ভিড়

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে চলমান লকডাউন ধীরে ধীরে শিথিল হচ্ছে। এরই মধ্যে আজ (রবিবার) থেকে দোকানপাট খোলার নির্দেশনা দিয়েছে সরকার। মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে গত শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এদিকে, লকডাউন শিথিলের আভাস পেয়ে জীবিকার তাগিদে আবারও ঢাকামুখী হচ্ছে মানুষ।

লকডাউন শিথিল হওয়ার খবরে কর্মমুখী রাজধানীফেরত মানুষের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ আজ শনিবার বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফেরিতে পদ্মা পার হয়ে পাটুরিয়া ঘাটে এসে রাজধানী ঢাকার উদ্দেশে যাচ্ছে। গণপরিবহন বন্ধ থাকায় প্রাভেটকার, সিএনজি, মোটরসাইকেল করে প্রায় পাঁচ গুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে ফিরছে তারা। সূত্রঃ ইত্তেফাক। সম্পাদনা ম/হ। 

Related Articles