তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকদের বিক্ষোভ
- by Sanjana Bhuiyan
- September 20, 2022
- 122 views

ছবিঃ যমুনাটিভি
নিয়মিত বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই কাজ বন্ধ করে এ আন্দোলন করছেন তারা।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, ঠিকাদার প্রতিষ্ঠান তাদের নিয়মিত বেতন দেয় না। বেতন দিলেও নানা অজুহাত দেখিয়ে টাকা কেটে ফেলে। এসব নিয়ে কথা বললে তাদের নানাভাবে নির্যাতনও করা হয়।
এ অবস্থায় দ্রুত বকেয়া বেতন পরিশোধসহ প্রতি মাসে নিয়মিত বেতন দেওয়ার দাবি জানান শ্রমিকরা। কোনো অজুহাতে বেতন না কাটাসহ দাবি মানলেই কাজে ফেরার কথা জানান তারা।
ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, শ্রমিকদের আন্দোলনকে ঘিরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর। সম্পাদনা ম\হ। বৈ ০৯২০\১০