চিন্ময়ের মুক্তি চেয়ে পোস্ট, বাবা নিজে পুলিশে দিলেন ছেলেকে
- by Maria Sultana
- November 28, 2024
- 25 views
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ফেসবুকে একটি পোস্ট নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে পোস্ট করেন ১৭ বছর বয়সী অভি দাস। এতে স্থানীয় আলেম-ওলামাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পোস্টে অভি দাস লেখেন, "আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি চাই। যদি মুক্তি না দেওয়া হয়, তাহলে মনে রাখবেন, যুদ্ধের সূচনা আমাদের সনাতনিরাই করেছিল। আমরা সর্বদা প্রস্তুত। আমরা রাম সেনা।" এই পোস্টের পর মঙ্গলবার রাতে স্থানীয় আলেমদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয় এবং অভি দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
পরিস্থিতি শান্ত করতে অভি দাসের বাবা বিমল দাস বুধবার সকালে নিজে তাকে থানায় নিয়ে যান। পরে স্থানীয় আলেম-ওলামা, পূজা উদযাপন পরিষদের নেতারা এবং হিন্দু সম্প্রদায়ের অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। অভি তার ভুল স্বীকার করে ক্ষমা চান এবং মুচলেকা দিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ. ম কামাল হোসাইন জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উভয় সম্প্রদায়ের নেতারা ঐক্যবদ্ধভাবে বিষয়টি সমাধান করেছেন এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সূত্র: চ্যানেল২৪ /স/হ/ন ২৮/১১/২০২৪