গিগাবাইটের জেড ৭৯০ সিরিজের মাদারবোর্ড বাজারে
- by Sanjana Bhuiyan
- November 22, 2022
- 372 views
গিগাবাইটের শক্তিশালি জেড ৭৯০ সিরিজের মাদারবোর্ড বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। গত ১৯ নভেম্বর রাজধানীর একটি হোটেলে এই সিরিজের ১০টি মডেলের মাদারবোর্ড আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান সু, কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, স্মার্ট টেকনোলজিসের ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন এবং গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী।
এলান সু বলেন, গিগাবাইট সবসময়ই গুণগত মানের মাদারবোর্ড তৈরিতে বিশ্বাস করে। এরই ধারাবাহিকতায় আমরা স্মার্ট টেকনোলজিসের হাত ধরে জেড ৭৯০ মডেলের মাদারবোর্ড বাংলাদেশে ছাড়ার ঘোষণা দিচ্ছি। এই মাদারবোর্ডগুলো ত্রয়োদশ প্রজন্মের ইন্টেল প্রসেসর সমর্থন করবে।
অনুষ্ঠানে খাজা মো. আনাস খান বলেন, গিগাবাইট সবসময়ই যুগের সাথে তাল মিলিয়ে সবার আগে সর্বশেষ প্রযুক্তি ইউজারদের হাতে তুলে দিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে সারা বিশ্বের ন্যায় গিগাবাইট বাংলাদেশ মার্কেটকে বেশ গুরুত্ব দিয়ে থাকে। তাই, বিশ্ববাজারে যেকোনো পণ্য ছাড়ার খুব অল্প সময়ের মধ্যেই তা স্মার্ট টেকনোলজিসের মাধ্যমে বাংলাদেশের বাজারে নিয়ে আসার চেষ্টা করে।
অনুষ্ঠানে জানানো হয়, ব্যবহারকারীরা সারা দেশের আইটি শপগুলো থেকে স্মার্ট ওয়ারেন্টিযুক্ত গিগাবাইট জেড ৭৯০ সিরিজের ১০টি মডেলের মাদারবোর্ড কিনতে পারবেন। মডেল ভেদে এই মাদারবোর্ডগুলোর খুচরা মূল্য ২৫,০০০ টাকা থেকে শুরু করে ৬৫,০০০ টাকা পর্যন্ত হবে। আর সাথে থাকছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা।সূত্রঃ সময়টিভি। সম্পাদনা ম\হ। বৈ ১১২২\০৬