এইচএসসি ফল পুনঃনিরীক্ষণ: আবেদন ১৬-২২ অক্টোবর
- by Maria Sultana
- October 16, 2024
- 74 views
ছবি: সংগৃহীত
চলতি বছরের এইচএসসি, আলিম এবং এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। যারা ফলাফলে সন্তুষ্ট নয়, তারা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়া বুধবার (১৬ অক্টোবর) শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত চলবে। শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
আবেদন প্রক্রিয়া:
১. মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে। ২. তারপর স্পেস দিয়ে রোল নম্বর ও বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ:
RSC DHA 123456 174 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। একাধিক বিষয়ের জন্য সাবজেক্ট কোড কমা দিয়ে লিখতে হবে, যেমন: 174, 175, 176।
এসএমএস পাঠানোর পর টেলিটক থেকে একটি ফিরতি এসএমএস আসবে, যাতে কত টাকা কাটা হবে এবং পিন নম্বর থাকবে। সেই পিন নম্বরটি সংগ্রহ করে রাখতে হবে। এরপর আবারো মেসেজ অপশনে RSC লিখে স্পেস দিয়ে YES লিখতে হবে, তারপর পিন নম্বর ও মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ:
RSC YES PIN-NUMBER MobileNumber লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৬/১০/২০২৪