এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

প্রকাশিত হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এবারও পরীক্ষায় কেউ খারাপ ফল বা অকৃতকার্য হলে সুযোগ থাকছে চ্যালেঞ্জ করার। এই আবেদন শুরু হয়েছে ১৬ অক্টোবর থেকে। চলবে ২২ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত। গত ১৫ অক্টোবর ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু টেলিটক সিম ব্যবহার করে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। তবে ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে প্রতি পত্রের জন্য ফি দিতে হবে ১৫০ টাকা।

আবেদনের প্রক্রিয়া

প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘RSC’ লিখে স্পেস দিয়ে ‘বোর্ডের নামের প্রথম তিন অক্ষর’ লিখে স্পেস দিয়ে ‘রোল নম্বর’ লিখে স্পেস দিয়ে ‘বিষয় কোড’ লিখে পাঠাতে হবে ‘১৬২২২’ নম্বরে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা লাগবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে।
 
পরে ‘RSC’ লিখে স্পেস দিয়ে ‘YES’ লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি ‘মোবাইল ফোন নম্বর’ লিখে ‘১৬২২২’ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

ফল পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের একাধিক পত্রের জন্য আবেদন করা যাবে। সে ক্ষেত্রে ‘কমা’ দিয়ে বিষয় বা পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেসব বিষয় দুই পত্রের সে ক্ষেত্রে দুটিতেই শিক্ষার্থীদের আবেদন করতে হবে। সূত্র: ইত্তেফাক/ স/হ/ন 21/10/2024 

 

Related Articles