ইরানে চিকিৎসকদের আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি, সংকটে স্বাস্থ্যখাত
- by Maria Sultana
- September 17, 2024
- 35 views
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানে উদ্বেগজনক হারে বাড়ছে চিকিৎসকদের আত্মহত্যার প্রবণতা, যা দেশটির স্বাস্থ্যসেবা খাতে গুরুতর সংকটের ইঙ্গিত দিচ্ছে।
সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে যে, মানসিক চাপ, দীর্ঘ কর্মঘণ্টা, এবং পেশাগত অনিশ্চয়তার কারণে ইরানের অনেক চিকিৎসক আত্মহত্যার দিকে ঝুঁকছেন। ইরানের মেডিকেল কাউন্সিলের তথ্য অনুযায়ী, গত এক বছরে ১৬ জন চিকিৎসক আত্মহত্যা করেছেন, যা তার আগের বছরের তুলনায় বেশি। জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে।
একজন ইরানি চিকিৎসক ডয়চে ভেলেকে জানান, তার পরিচিত একজন বিশেষজ্ঞ পেনশন কম হওয়ার কারণে আর্থিক চাপে ভুগছিলেন, যা তাকে চরম হতাশার দিকে ঠেলে দেয়। ইরানের মনোরোগ বিশেষজ্ঞ সাবা আলালেহ আরও জানান, চিকিৎসকদের মধ্যে হতাশা এবং মানসিক অস্থিরতা ক্রমেই বাড়ছে, যা তাদের জীবনে গভীর প্রভাব ফেলছে। যদিও ইরান সরকার এই সংকটের কথা স্বীকার করেছে, তবুও কার্যকর সমাধান খুঁজে বের করা হয়নি বলে অনেকের অভিযোগ।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সমস্যার সমাধানে ব্যাপক সংস্কার এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপ প্রয়োজন। চিকিৎসকদের পেশাগত চাপ কমাতে কর্মঘণ্টা নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্য সেবা বৃদ্ধি এবং একটি সমর্থনমূলক কর্মপরিবেশ গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করার জন্য এসব পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৭/০৯/২০২৪