ইসরাইলের হামলার জবাব দেবে ইরান, যুদ্ধ চায় না পেজেশকিয়ান
- by Maria Sultana
- October 28, 2024
- 27 views
ছবি: সংগৃহীত
১ অক্টোবর ইরানে ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরাইল তেহরানসহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে, যার ফলে ইরানের ৪ সেনা সদস্য নিহত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাদের দেশ ইসরাইলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।
রোববার (২৮ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে পেজেশকিয়ান বলেন, “আমরা যুদ্ধের মুখোমুখি হয়ে স্রেফ দর্শক হব না; দেশের এবং জাতির অধিকারের সুরক্ষায় আমরা যুদ্ধ প্রতিরোধ করবো এবং ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।”
ইরান যুক্তরাষ্ট্রের সহযোগিতার মাধ্যমে ইসরাইলের হামলার পেছনে একাধিক পশ্চিমা মিত্রদের সমর্থনকে দোষারোপ করছে। তিনি বলেন, “বিশ্বব্যাপী মানুষ দেখছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থকদের নীরবতা হাজার হাজার নারী ও শিশুর হত্যার বিরুদ্ধে।”
পেজেশকিয়ান চার সেনার মৃত্যুর জন্য তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সামাজিক মিডিয়ায় উল্লেখ করেছেন যে, ইরানের শত্রুরা জানুক, তাদের সৈনিকরা নিজেদের ভূমির সুরক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে এবং যেকোনো ভুলের উপযুক্ত জবাব দেবে। সূত্র: যুগান্তর /স/হ/ন ২৮/১০/২০২৪