ইয়েমেন যুদ্ধ অবসানের যেকোনো উদ্যোগকে স্বাগত জানাবে ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইয়েমেনের ওপর সাত বছর ধরে যে বর্বর আগ্রাসন চলছে তা অবসানের জন্য যেকোনো উদ্যোগকে স্বাগত জানাবে তেহরান।

গতকাল (মঙ্গলবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ কথা বলেছেন। তিনি বলেন, অবরোধ এবং সামরিক হামলা সংকটের সমাধান দিতে পারবে না বরং আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলবে। এ অবস্থায় ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ ও যুদ্ধাবসানের লক্ষ্যে যেকোনো ধরনের রাজনৈতিক উদ্যোগ নেয়া হোক না কেন যা ইয়েমেনের অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের হস্তক্ষেপ বন্ধ করবে এবং দেশটির ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে- ইরান তার প্রতি সমর্থন দেবে।

খাতিবজাদে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময় বলে আসছে যে, এই অঞ্চলের সংকট সমাধানের ক্ষেত্রে যুদ্ধ এবং সহিংসতা কোনো উপায় হতে পারে না। তিনি আরো বলেন, শান্তি এবং উত্তেজনা নিরসনের মধ্যদিয়েই কেবল মাত্র আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা আসতে পারে।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রদেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। এতে ইয়েমেন একেবারে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সূত্রঃ পার্সটুডে। সম্পাদনা ম\হ। না ০১২০\০৫

Related Articles