অন্তর্বর্তী জামিন পেলেন জ্যাকলিন

জ্যাকলিন ফার্নান্ডেজ

২০০ কোটি রুপির আর্থিক কেলেঙ্কারির মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। এ মামলায় নাম জড়িয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। ইতোমধ্যেই চার্জশিটে তাকে দোষী সাব্যস্ত করেছে ভারতীয় তদন্ত সংস্থা ইডি। তবে এই মামলায় সাময়িক স্বস্তি মিলেছে নায়িকার। সোমবার (২৬ সেপ্টেম্বর) দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে হাজিরা দেন অভিনেত্রী।
অভিনেত্রীর আইনজীবী জানান, ইতোমধ্যেই অন্তর্বর্তী জামিন পেয়েছেন জ্যাকলিন। সোমবার মিডিয়ার চোখ ফাঁকি দিতে আইনজীবীর পোশাকে আদালতে হাজির হন জ্যাকলিন ফার্নান্ডেজ।

জ্যাকলিনের আইনজীবী প্রশান্ত পাতিল জানান, জ্যাকলিন অন্তর্বর্তী জামিন পেয়েছেন। আজ কোর্টে তার হাজিরা শুধু একটা প্রক্রিয়া। হাজিরার আগামী দিন ২২ অক্টোবর।

এর আগে গেল মাসে অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী। ইডির তদন্ত পদ্ধতি ‘ভুয়া’ এবং ‘অন্যের মদদপুষ্ট’ বলে পাল্টা অন্তর্বর্তী জামিনের জন্য দিল্লির একটি আদালতে আপিল করেছিলেন জ্যাকলিন। সেই জামিন মঞ্জুর হলো সোমবার।

জানা গেছে, প্রচুর ধনদৌলত থাকায় বলিউড অভিনেত্রীদের প্রভাবিত করার চেষ্টা করতেন সুকেশ। তার এই ফাঁদে জড়িয়ে পড়েন জ্যাকলিনও। যদিও অস্বীকার করার উপায় নেই যে, জ্যাকলিনের ‘স্বপ্নের পুরুষ’ ছিলেন সুকেশ! ২০০ কোটির মামলায় এমনটায় তদন্ত করে জানতে পারেন তদন্তকারীরা। সুকেশের সঙ্গে আর্থিক প্রতারণার মামলায় নাম জড়ানোর পর ভারতীয় তদন্ত সংস্থা ইডি তলব করেছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। শুধু তা-ই নয়, সুকেশের সঙ্গে সম্পর্কিত অনেককেই থানায় হাজিরা দিতে ডেকেছিল দিল্লির আর্থিক অপরাধ দমন শাখা। সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তদন্ত এগিয়ে নিয়ে চলেছে ইডি। তার মধ্যেই ৩৭ বছর বয়সী জ্যাকলিনের অন্তর্বর্তী জামিনের আবেদন করলে তার আবেদন মঞ্জুর হয়।

শুধু জ্যাকলিন নয়, গত ১৬ সেপ্টেম্বর টানা ৭ ঘণ্টা জেরা করা হয় নোরাকে ফাতেহিকে। দিল্লি পুলিশের ইকনোমিক উইংসের জেরায় প্রায় ৫০টিরও বেশি প্রশ্নের উত্তর দিতে হয় নোরা ফতেহিকে। তাদের সাক্ষী হিসাবেই জিজ্ঞাসাবাদ করে ইডি। কিন্তু সেই জিজ্ঞাসাবাদের মধ্যেই অসঙ্গতি খুঁজে পান অফিসাররা। এরপরই দ্বিতীয় চার্জশিটে জ্যাকলিনকে দোষী হিসাবেই উল্লেখ করে ইডি।

দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখার স্পেশাল কমিশনার রবীন্দ্র যাদব সংবাদ সংস্থা এএনআইকে জানান, প্রচুর ধনদৌলত থাকায় বলিউডের অভিনেত্রীদের প্রভাবিত করার চেষ্টা করতেন সুকেশ। এই ফাঁদে জড়িয়ে পড়েন জ্যাকলিনও।সূত্র: জিনিউজ। সম্পাদনা ম\হ। বৈ ০৯২৭\১৪ 

Related Articles