অন্টারিওতে একাধিকবার প্রতিবাদের মুখে পড়েছেন জাস্টিন ট্রুডো

অন্টারিওতে নির্বাচনী প্রচারণায় লিবারেল নেতা জাস্টিন ট্রুডো একাধিকবার প্রতিবাদের মুখে পড়েছেন। পুলিশের উপস্থিতিতেই অনেকে সাইরেন বাজিয়েছেন ও স্লোগান দিয়েছেন। ২৯ আগস্টের ঘটনাটি তারই অংশ। এদিন দক্ষিণ অন্টারিওতে নির্বাচনী প্রচারণাকালে জাস্টিন ট্রুডোকে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ওয়াটারলু পুলিশ।

পুলিশ বলেছে, ওই ঘটনার ভিডিও দেখে এর তদন্ত করা হচ্ছে। এজন্য প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলার পাশাপাশি রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে। 

যে ব্যক্তিকে ওয়াটারলু পুশি গ্রেপ্তার করেছে তার বয়স ৩২ বছর এবং তিনি অন্টারিওর কিচেনারের বাসিন্দা। তার বিরুদ্ধে হুমকির অভিযোগ আনা হয়েছে। তবে অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি। 

এর আগে অন্টারিওর লন্ডনে নির্বাচনী প্রচারণায় জাস্টিন ট্রুডোকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনায় পিপল’স পার্টি অব কানাডা এলগিন-মিডলসেক্স-লন্ডন রাইডিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে সরিয়ে দেয়। এ ঘটনারও তদন্ত করছে পুলিশ। এ দুটি ঘটনা ট্রুডোর প্রচারণার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

দক্ষিণ অন্টারিওর প্রায় সবগুলো প্রচারণায় লিবারেল নেতা জাস্টিন ট্রুডো বাধার মুখে পড়লেও শুক্রবার তেমন কিছু ঘটেনি। প্যারামাউন্ট রেস্তোরাঁয় অল্প কিছু জনতা জড়ো হয় এবং একজনকেই ট্রুডোবিরোধী শ্লোগান দিতে শোনা যায়। বাকিরা উল্লাস প্রকাশ করেন এবং ছবি তোলার জন্য ধাক্কাধাক্কিতে লিপ্ত হন। সূত্রঃ বেঙ্গলি টাইমস। সম্পাদনা ম\হ। না ০৯১৯\১১

Related Articles