বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের ঘোষণা কলকাতার হাসপাতালের
- by Maria Sultana
- November 30, 2024
- 44 views
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলার জেএন রায় হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা বন্ধের ঘোষণা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের কিছু ঘটনায় ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত বলেছেন, “আমরা আজ থেকে বাংলাদেশি রোগী ভর্তি করা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছি। ভারতের পতাকা অবমাননার প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা থাকা সত্ত্বেও, সেখানে ভারতবিরোধী মনোভাব লক্ষ্য করছি। অন্য হাসপাতালগুলোকেও এ ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
এর আগে, ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানিয়ে প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ইন্দ্রনীল সাহা তার চেম্বারে বাংলাদেশি রোগীদের সেবা দেওয়া বন্ধ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “বুয়েটের প্রবেশপথে ভারতের পতাকা বিছিয়ে রাখা হয়েছে। দেশ সবার আগে, তারপর রোজগার। সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।”
তবে কলকাতার এক নামজাদা বেসরকারি হাসপাতালের সিইও অভিযোগ করেছেন, যে হাসপাতালটি বাংলাদেশি রোগীদের বয়কটের ডাক দিয়েছে, তারা আসলে মেডিকেল ট্যুরিজম সেক্টরে কার্যত কোনো অবদান রাখে না। তার দাবি, স্থানীয় রোগী সামলাতেই হিমশিম খায় এই হাসপাতাল। এখন শুধুমাত্র প্রচারের আলোয় আসার জন্য এমন সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হচ্ছে। সূত্র: সমকাল /স/হ/ন ৩০/১১/২০২৪