জেল খাটার পর স্যামসাংয়ের দায়িত্ব নেন লি জে
- by Sanjana Bhuiyan
- October 29, 2022
- 317 views
স্যামসাংয়ের নির্বাহী পরিচালক লি জে ইয়ং। সংগৃহীত ছবি
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের একসময়ের চেয়ারম্যান লি কুন হি ২০১৪ সালে হার্ট অ্যাটাকের পর কোমায় চলে যান। পরবর্তীকালে ২০২০ সালে তার মৃত্যু হয়। লি কুন হি কোমায় থাকাকালীন ব্যবসার হাল ধরেন তার ছেলে লি জে ইয়ং। তবে ঘুষকাণ্ডে জেলে যেতে হয় তাকে।
এবার জেল থেকে মুক্তির এক বছরের মধ্যেই স্যামসাংয়ের নির্বাহী চেয়ারম্যান হলেন লি জে।
প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্যামসাং লি জে ইয়ং-কে প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান হিসাবে ঘোষণা করেছে।
স্যামসাং জানিয়েছে, সংস্থার বোর্ড অফ ডিরেক্টররা এই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বে স্যামসাংয়ের ব্যবসায়িক নানা দিক যেভাবে বিপন্ন হয়ে পড়ছে, সেই জায়গা থেকে লি-কে সামনে রেখে স্যামসাং এগোতে চাইছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, লি জে ইয়ং ২০২১ সালের আগস্টে প্যারোলে মুক্তি পাওয়ার আগে দক্ষিণ কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি পার্ক জিউন হে-কে ঘুষ দেওয়ার অপরাধে আড়াই বছরের কারাদণ্ড ভোগ করেন। প্রায় এক বছর পর প্রেসিডেন্ট ইউন সুক ইওল লি-কে ক্ষমা করে দেন।সুত্রঃনিউইয়র্ক টাইমস। সম্পাদনা ম\হ। বৈ ১০২৯\০৮