ইন্দোনেশিয়ার চলচ্চিত্র উৎসবে ‘আম-কাঁঠালের ছুটি’

ইন্দোনেশিয়ার জাকার্তায় বসছে ‘জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’। এবার উৎসবের ১৭তম আসর। ২৬ নভেম্বর শুরু হয়ে উৎসব চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।

এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান পারস্পেক্টিভ বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’। এশিয়ান সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করা চলচ্চিত্র নিয়ে আয়োজিত এই উৎসবের এ বছরের থিম ব্লুসম বা প্রস্ফুটন। এশিয়া মহাদেশের প্রতিষ্ঠিত ও উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে এই আয়োজনে।

‘আম-কাঁঠালের ছুটি’ নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে শিশুতোষ ঘরানার সিনেমাটি নির্মিত হয়েছে। ২৭ নভেম্বর ইন্দোনেশিয়ান সময় সন্ধ্যা ৭টায় সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যারা শৈশব-কৈশোর পার করেছেন তারা তাদের সেই বয়সের যাপিত জীবন নস্টালজিক আবহে তৈরি এই চলচ্চিত্রে দেখতে পাবেন। সেই সাথে হারিয়ে যাওয়া কিংবা হারাতে বসা প্রাকৃতিক পরিবেশ আর আমাদের নিজস্ব লোকজ সংস্কৃতির সাথে পরিচিত হবে নতুন প্রজন্মের শিশু-কিশোররা।

‘আদিম’খ্যাত নির্মাতা যুবরাজ শামীম এ সিনেমার প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নূরুজ্জামান ও ম্যাক সাব্বির। প্রযোজনা, পরিচালনা, চিত্রনাট্য রচনার পাশাপাশি সাউন্ড ডিজাইনও করেছেন মোহাম্মদ নূরুজ্জামান নিজেই। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা ও তানজিল।সূত্রঃ সময়টিভি। সম্পাদনা ম\হ। বৈ ১১১৯\১২  

Related Articles