ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো
- by Nafiul Rijby
- January 19, 2023
- 40 views

ছবি- সংগৃহীত
ন্যাটো জোটের প্রধান বুধবার বলেছেন, এ জোটের সদস্যভূক্ত দেশগুলো ইউক্রেনের জন্য নতুন ‘ভারী অস্ত্র’ সরবরাহ করার ঘোষণা দিতে যাচ্ছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জার্মানিতে যুক্তরাষ্ট্র পরিচালিত রামস্টিন সামরিক ঘাঁটিতে শুক্রবার ন্যাটোর সদস্যভূক্ত ৩০টি দেশের সবক’টিসহ প্রায় ৫০ দেশের অংশগ্রহণে একটি বৈঠকের আয়োজন করতে যাচ্ছেন।
ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেন, ‘এ বৈঠকের প্রধান বার্তা হবে আরো সহযোগিতা এবং আরো অত্যাধুনিক ভারী অস্ত্র সরবরাহ। কারণ, এটি হচ্ছে আমাদের মূল্যায়নের একটি লড়াই।’
ইউক্রেনের মিত্রদের অনেকে রাশিয়ার বিরোধিতার ঝুঁকি সত্ত্বেও এ মাসে কিয়েভকে তাদের সামরিক সহযোগিতা জোরদার করার পরিকল্পনার ঘোষণা দিয়েছে। এক্ষেত্রে ব্রিটেন হচ্ছে প্রথম দেশ তারা শনিবার পশ্চিমা ভারী ট্যাঙ্ক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী ব্র্যাডলি সশস্ত্র যুদ্ধযান পাঠানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এদিকে ফ্রান্সও তাদের এএমএক্স-১০ আরসি দেওয়ার প্রস্তাব দিয়েছে।
এদিকে জেলেনস্কি তার মিত্রদের কাছে পশ্চিমা ধাচের আধুনিক ভারী ট্যাঙ্ক দেওয়ার আবেদন জানিয়েছেন। এএফপি। সম্পাদনা ম\হ। না ০১১৯\০৫