শুরু হতে যাচ্ছে ‘জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’

করোনার ধকল কাটিয়ে প্রায় তিন বছর পর চেনারূপে ফিরছে রবীন্দ্র উৎসবের আয়োজন। আগামী শুক্র ও শনিবার (২৫ ও ২৬ নভেম্বর) আয়োজন করা হয়েছে জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী এ আয়োজনটির ৩৩তম আসর।

‘এই জীবনে ব্যথা যত এইখানে সব হবে গত’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এমন অমিয় বাণী ধারণ করে আয়োজন করা হয়েছে এবারের উৎসব।  এ বছর উৎসবের সঙ্গে থাকছে গুণীজন সম্মাননা পর্বও।

৩৩তম আসরে গুণীজন সম্মাননা পেতে যাচ্ছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম এবং বরেণ্য কণ্ঠশিল্পী রফিকুল আলম। শুক্রবার সকাল ১০টায় উৎসব উদ্বোধনের পাশাপাশি গুণীজন সম্মাননা প্রদান করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

২৩ নভেম্বর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের আয়োজনের বিষয়ে বিস্তারিত জানান আয়োজক সংস্থা। সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (২৫ নভেম্বর) উদ্বোধনের পর বেলা ১১টায় শুরু হবে সংগীত পরিবেশনা। মাঝে বিরতি নিয়ে বিকাল ৫টায় হবে আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। পরদিন বিকাল ৫টা থেকে হবে আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। এবারের উৎসবের সারা দেশ থেকে প্রায় ২০০ জন শিল্পী একক ও দলীয় পরিবেশনায় অংশ নেবেন।

আরও পড়ুন: সমর্থকদের আক্রমণে স্পোর্টিং স্পিরিট নিহত হচ্ছে: আসিফ

১৯৮৮ সাল থেকে রবীন্দ্রসংগীত ও নবীন শিল্পীদের বিকাশে কাজ করে আসছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। তাদের উদ্যোগেই প্রতি বছর এই উৎসব অনুষ্ঠিত হয়।সূত্রঃ সময়টিভি। সম্পাদনা ম\হ। বৈ ১১২৪\০৭ 
 

Related Articles