কেউ কথা রাখেনি

কেউ কথা রাখেনি
ভ্লাদেমির জেলেনেস্কি

কেউ কথা রাখেনি , ৪ দিন কেটে গেলো , কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক ন্যাটো তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিলো শুক্লা দ্বাদশীর দিনে ডেকো , পৌঁছে যাবো ।

তারপর কত ট্যাংক , মিসাইল চলে গেলো , কিন্তু সেই ন্যাটো আর এলো না ।

৫ টা দিন অপেক্ষায় আছি ।

মামাবাড়ির মাঝি বাইডেন বলেছিলো , বড় হও দাদাঠাকুর তোমাকে আমি ন্যাটো আর জাতিসংঘ দেখাতে নিয়ে যাবো সেখানে পদ্মফুলের মাথায় ইউএস আর ইইউ খেলা করে ।

বাইডেন , আমি আর কত বড় হবো ? আমার বাড়িঘর উড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ন্যাটো আর জাতিসংঘ দেখাবে ?

বুকের মধ্যে আন্তর্জাতিক আদালত রেখে বরিস বলেছিলো যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন তোমার বুকেও এমন আন্তর্জাতিক আদালত থাকবে ন্যাটোর জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দূরন্ত পুতিনের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে এনেছি ১০৮ টি প্রতিরোধ তবু কথা রাখেনি বরিস এখন তার বুকে শুধুই আশ্বাসের গন্ধ কেউ কথা রাখেনি , ৫ টা দিন কাটলো , কেউ কথা রাখেনি। সম্পাদনা র/ভূঁ। ম ২০২২০২২৮-০২

Related Articles