বক্স অফিস কাঁপাচ্ছেন নুসরাত ভারুচা

নুসরাত ভারুচা, ২০০৬ সালে বলিউডে অভিষিক্ত হলেও খুব একটি আলোচিত নাম নন। তবে ‘প্যায়ার কা পাঞ্চনামা’তে তার অভিনয় দিয়ে তিনি দর্শক এবং সমালোচকদের মন জয় করেছিলেন। এ ছাড়া তিনি ইয়াশ রাজ ফিল্মের টেলিভিশন সিরিজ ‘সেভেন’এ অভিনয়সহ অনেক টিভি বিজ্ঞাপনেও কাজ করেছিলেন।

এদিকে কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’-এর পর এবার বক্সঅফিস মাতাচ্ছে নুসরাতের ‘জনহিত মে জারি’। গত শুক্রবার মুক্তি পেয়েছে এ ছবিটি। আর শনিবারই ৮২ লাখ রুপির ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। শুধু তাই নয়, রোববার প্রথম সপ্তাহান্তে এ ছবি মোট ২.২ কোটি রুপি সংগ্রহ করেছে। যদিও এ সংখ্যাটা কম হলেও এ সিনেমা বিশেষ দর্শকদের টার্গেট করে তৈরি হয়েছে এবং আশা করা যাচ্ছে ভালোই ফল করবে সিনেমাটি।

ইতোমধ্যে ফিল্ম ট্রেড বিশ্লেষক তারান আদর্শ এ সিনেমার আয় নিয়ে টুইটে বলেন, ‘জনহিত মে জারি’ দ্বিতীয় ও তৃতীয় দিনে তার গতি বাড়িয়ে দিয়েছে, যদিও সপ্তাহান্তে এটা অনেকটাই কম সংগ্রহ, তবে দিনের হিসাবে বিবেচনা করলে এ সিনেমার প্রবৃদ্ধি টার্গেট দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ছে।

২.১৯ কোটি অনেকটাই কম সম্রাট পৃথ্বীরাজ ও ভুল ভুলাইয়া ২-এর মতো তারকা সমৃদ্ধ সিনেমাগুলোর চেয়ে। যদিও ‘জনহিত মে জারি’ সেভাবে শীর্ষস্থানীয় তারকাদের দেখা যায়নি। নুসরাত ভারুচা একাই জাদু দেখিয়েছেন এ ছবিতে। 

সিনেমাটি নিয়ে শুরু থেকেই চলছে আলোচনা সমালোচনা, কারণ সিনেমাটি একেবারেই ভিন্ন একটি বিষয়ের। সিনেমাতে কনডম বিক্রি করা একজন সেলস এক্সিকিউটিভের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত। 

এ ছাড়াও সিনেমার দৃশ্যে দেখা যায়, অল্প বয়সী নুসরাত আত্মনির্ভর হতে চায়, রোজগারের আশায় কাজ খুঁজতে শুরু করে। অবশেষে কাজ পায় একটি কনডম প্রস্তুতকারী কোম্পানিতে। কিন্তু সমাজের কাছে এ কাজের কথা গোপন রেখে কাজটি করতে মেয়ে হিসেবে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। মুক্তির পর সিনেমাকে ‘ডি গ্রেড’ তকমা দিয়েছেন অনেকেই।

সূত্র: হিন্দুস্তান টাইমস। সম্পাদনা ম\হ। বৈ ০৬১৫\০৯

Related Articles