বার্লিনে ফিলিস্তিনপন্থিদের বাড়িতে পুলিশের তল্লাশি
- by Maria Sultana
- October 2, 2024
- 55 views
ছবি: সংগৃহীত
বার্লিনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে জার্মান পুলিশ বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়েছে। সোমবার সকালে আইন প্রয়োগকারী সংস্থাটি জননিরাপত্তা বিঘ্নিত করা এবং সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়ানোর অভিযোগে এই অভিযান শুরু করে, জানিয়েছে ডয়চে ভেলে।
পুলিশের মুখপাত্রের বরাতে বলা হয়েছে, রাজধানীর পাঁচটি অ্যাপার্টমেন্টে তল্লাশি করা হয়েছে, যেখানে ১২৫ পুলিশ সদস্য অংশ নেয়। অভিযানে পাঁচজন অ্যাক্টিভিস্টের বাড়ি থেকে মোবাইল, কম্পিউটার এবং হার্ডডিস্ক জব্দ করা হয়, যা বর্তমানে তদন্তাধীন। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের অনলাইন কার্যক্রম এবং ফিলিস্তিনপন্থি সন্দেহভাজন নেটওয়ার্কের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়ে নজরদারি করা হচ্ছে।
গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বার্লিনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ ঘনঘন ঘটছে, যার মধ্যে ইহুদিবিদ্বেষী স্লোগান এবং সহিংসতা দেখা যাচ্ছে। জার্মান পুলিশ গাজার জন্য সংহতি মিছিলে বাধা দেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছে।
এদিকে, মানবাধিকার সংস্থা এবং সমালোচকরা পুলিশের এই পদক্ষেপকে বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন। সূত্র: যুগান্তর /স/হ/ন ০২/১০/২০২৪