রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের অভিযান, ২ জঙ্গি গ্রেপ্তার
- by Nafiul Rijby
- January 23, 2023
- 199 views

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র্যাব।
সোমবার (২৩ জানুয়ারি) ভোর থেকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার' শীর্ষস্থানীয় এক নেতাসহ কয়েকজন সশস্ত্র সদস্যের অবস্থান করার খবর পেয়ে র্যাবের একটি দল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিকপ্রধান রনবীর এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে কিছুক্ষণ পর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে র্যাব-এর সংবাদ সম্মেলন করার কথা।
এদিকে অভিযানের দুটি ভিডিও ক্লিপ সংবাদমাধ্যমকে দিয়েছে র্যাব। ভিডিওতেও গোলাগুলির শব্দ পাওয়া গেছে। সূত্রঃ সময়টিভি। সম্পাদনা ম\হ। না ০১২৩\০১