রাজশাহী বোর্ডের এইচএসসিতে পাসের হার ৮১.২৪%
- by Maria Sultana
- October 15, 2024
- 2 views
ছবি: সংগৃহীত
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার পাসের হার ৮১.২৪ শতাংশ। এ বছর ছেলেদের পাসের হার ৭৬ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৭ শতাংশ।
মঙ্গলবার বেলা ১১টায় বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,৩৯,১৯৩ জন, এর মধ্যে ১,৩৭,১৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১,১১,৪৪৮ জন পাস করেন।
এবার ২৪,৯০২ জন জিপিএ-৫ পেয়েছেন, যার মধ্যে ১০,৩০৫ জন ছেলে ও ১৪,৫৯৭ জন মেয়ে। গত বছর রাজশাহী বোর্ডের পাসের হার ছিল ৭৮.৪৬ শতাংশ, যা এবার বেড়েছে।
গত বছরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১১,২৫৮, যা এবার দ্বিগুণেরও বেশি। গতবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,৩৮,৩৯০ জন, যা এবারের চেয়ে বেশি।
চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম জানান, রাজশাহী বিভাগের ৮টি জেলায় মোট ৭৪১টি কলেজ ছিল। এর মধ্যে ১২টি কলেজের কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি, এবং ৩৫টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। তিনি উল্লেখ করেন, যেসব কলেজের শিক্ষার্থীরা পাস করেনি, সেসব কলেজের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৫/১০/২০২৪