সাফ জয়ী মেয়েদের ছাদখোলা বাসে সংবর্ধনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মেয়েরা নেপালে বিজয় কেতন উড়িয়ে আবারও দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়া সাবিনা খাতুন ও তার দলের জন্য ঢাকায় এখন চলছে বিশাল প্রস্তুতি। সাফজয়ীদের বরণ করতে এয়ারপোর্ট থেকে বাফুফে ভবন পর্যন্ত ছাদখোলা বাসে অভ্যর্থনা দেওয়া হবে।

বিআরটিসির এই বিশেষ বাসটিকে সজ্জিত করা হয়েছে সাফজয়ীদের সম্মানে। বাসের দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবিসহ বিশেষ স্টিকার, এবং মাঝখানে ট্রফি নিয়ে পুরো দলের গ্রুপ ছবি লাগানো হয়েছে। বাম পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও ডান পাশে সেরা গোলরক্ষক রুপ্না চাকমার ট্রফি গ্রহণের মুহূর্তকে ফুটিয়ে তোলা হয়েছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ৩১/১০/২০২৪  

Related Articles