৪৭তম বিসিএসে ৩৫০০ ক্যাডার নিয়োগ, নভেম্বরেই বিজ্ঞাপন প্রকাশ
- by Maria Sultana
- October 21, 2024
- 88 views
ছবি: সংগৃহীত
নতুন একটি বিসিএস আসছে, যা হবে ৪৭তম বিসিএস। এই বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৫০০ ক্যাডার নিয়োগ দেওয়া হবে, যা গত ১০টি বিসিএসের মধ্যে সর্বাধিক। আগামী নভেম্বরে এই বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় পদসংখ্যা নির্ধারণ করেছে, তবে পিএসসির কাছে এখনও পদ পাঠানো হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানিয়েছেন, “৪৭তম বিসিএসে প্রায় ৩ হাজার ৫০০ ক্যাডার পদ থাকবে। শিগগিরই আমরা পিএসসির কাছে পদ পাঠাব।”
এ বিষয়ে পিএসসির ক্যাডার শাখার পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। শীঘ্রই পদ আমাদের কাছে আসবে। আমরা যাচাই করে নভেম্বরে বিজ্ঞাপন দেব।”
সম্প্রতি ৪৩তম বিসিএসের গেজেট প্রকাশ করা হয়েছে, যা চার বছর পর এসেছে। গেজেটে ৯৯ জন প্রার্থী বিভিন্ন ক্যাডার থেকে বাদ পড়েছেন, যা বেশ হতাশাজনক বলে মন্তব্য করেছেন অনেক প্রার্থী এবং তাদের পরিবার। ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছিল গত বছর ২৬ ডিসেম্বর, কিন্তু গত মঙ্গলবার দীর্ঘ ১০ মাস পর গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৯/১০/২০২৪