নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- by Nafiul Rijby
- January 19, 2023
- 38 views

ছবি- সংগৃহীত
পদত্যাগ করছেন বলে ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। এই বছরের অক্টোবরে দেশটির জাতীয় নির্বাচনের আগে তার এই আকস্মিক ঘোষণা এলো।
বৃহস্পতিবার পার্টির বার্ষিক এক সভায়, আর্ডার্ন বলেছিলেন যে কাজটি করার জন্য তার কাছে আর যথেষ্ট সময় ছিলো না। "এটি সময়"।
তিনি বলেন, “আমি চলে যাচ্ছি, কারণ এমন এই বিশেষ ভূমিকার পালনের সঙ্গে দায়িত্বও চলে আসে। আপনি কখন নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি এবং ককন তা নন তা জানা আপনার দায়িত্ব। আমি জানি এই কাজটা কী।”
প্রধানমন্ত্রী হিসাবে তার মেয়াদ ৭ ফেব্রুয়ারির পরে শেষ হবে, তবে তিনি এই বছরের শেষের দিকে নির্বাচন না হওয়া পর্যন্ত এমপি হিসাবে থাকবেন।
৩৭ বছর বয়সে ২০১৭ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ নারী সরকার প্রধান হওয়ার মাইলফলক অর্জন করেন জেসিন্ডা আরডার্ন। এরপর ২০২০ সালে দেশটির ৫৩তম জাতীয় নির্বাচনে ন্যাশনাল পার্টির প্রধান কলিন্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন তিনি।
দুই মেয়াদের ক্ষমতায় তিনি করোনা মহামারি, ক্রাইস্টচার্চ মসজিদে হামলা ও হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো জটিল পরিস্থিতির মধ্য দিয়ে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। সূত্র: দ্য গার্ডিয়ান। সম্পাদনা ম\হ। না ০১১৯\০১